আজ সরস্বতী পুজা।বাড়ি বাড়িতে চলছে পুজার আয়োজন।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও আয়োজন হয়েছে পুজার।অন্যান্য বছরের মত এবারও পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কন্টাই মডেল ইনস্টিটিউশনেও মারন ভাইরাস করোনার আতংক কাটিয়ে আয়োজন করা হয়েছে মাতৃ আরাধনার।আর এই পুজাকে ঘিরে শিক্ষার্থিদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে।
মঙ্গলবার পূজার দিন সকালে ও রাতে বহু দর্শনার্থী ভীড় করবেন কন্টাই মডেল ইনস্টিটিউশনের পূজা মন্ডপে।তাই অন্যান্য বারের মত এবারও বিদ্যালয়ের পূজা মন্ডপকে আকর্ষনিয় করে তুলতে পড়ুয়াদের ব্যাস্ততা আর উৎসাহের শেষ নেই ।সেই কাজে গত কয়েক দিন ধরে দিনে ও রাতে বহু পড়ুয়ার সাথে ছাত্র দরদী বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিও ছিলো।পড়ুয়াদের দাবি অন্যান্য বারের মত এবারেও তাদের প্রতিমা-মন্ডপ কিংবা মন্ডপের পরিবেশ দর্শনার্থীদের আকর্ষিত করবে।