শুশুনিয়া পাহাড়ে জঞ্জাল সাফাই অভিযান



প্রথম এভারেস্ট অভিযানের শতবর্ষ সাথে বাংলার সফল এভারেস্ট আরোহণের দশম বর্ষ ও প্লাস্টিক ফ্রী ওয়ার্ল্ড-এই সচেতনতার বার্তা নিয়ে গত ১২-১৩ ফেব্রুয়ারি শুশুনিয়া পাহাড়ের জঞ্জাল সাফ করা হয়। 

এক সপ্তাহের মধ্যেই পাহাড় থেকে সমুদ্রে। পাহাড়িয়াদের নতুন মিলনক্ষেত্র হাওড়া বেস ক্যাম্প থেকে ২০ ফেব্রুয়ারি ভোর রাতে শুরু করে সাইকেলে বকখালি পৌঁছে  প্লাস্টিক সাফাই অভিযান চালানো হয়। 

প্রায় 30 বস্তা জঞ্জাল পরিষ্কার করে এই অভিযানকারি দলটি । এই অভিযানে হাজির ছিলেন মলয় মুখার্জি সৈকত, দেবাশীষ, তুহিন, সৌরভ, মমতাজ, সুমন,দেবাশিস বিশ্বাস

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন