পাঁশকুড়ার তারাপীঠ মন্দিরের জন্যে এলো প্রতিমা

 


বীরভূমের পর এবার পূর্ব মেদিনীপুর । এই জেলার পাঁশকুড়া ব্লকের চকগোপাল গ্রামে দ্বিতীয় তারাপীঠ মন্দির প্রতিষ্ঠা হচ্ছে।সেই মন্দিরের জন্য বৃহস্পতিবার আনা হলো প্রতিমা।কোলকাতা থেকে রূপোর প্রতিমা বানিয়ে বৃহস্পতিবার আনা হয়।

এদিন চকগোপাল গ্রামের প্রায় চার কিলোমিটার আগে যশোড়া গ্রাম থেকে বাদ্য যন্ত্রসহকারে কয়েকশ মানুষজন শোভাযাত্রা সহকারে দেবীর মূর্তিকে আনা হয়।বৃহস্পতিবার থেকেই এই মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে চকগোপাল গ্রাম রীতিমতো জমজমাট,বসেছে মেলা।

আগামী ১৩ জানুয়ারী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আসবেন,তাঁর হাত দিয়ে দুঃস্থদের বস্ত্রদানের অনুষ্ঠান রয়েছে।তবে আগামী ১২  জানুয়ারী দেবী তারা মায়ের নব গৃহ প্রতিষ্ঠার কাজ ও মূর্তি প্রতিষ্ঠার কাজ শুরু হবে।সব মিলিয়ে বৃহস্পতিবার থেকেই জমজমাট মন্দির চত্বর।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন