প্রদীপ কুমার সিংহ
ডাক্তারের কাছে চিকিৎসা করাতে আসছিল একটি টোটো করে চারজন যাত্রী। পথের মধ্যে হঠাৎ একটি ছাগল এসে পরে। সেই ছাগলকে বাঁচাতে গিয়ে উল্টে যায়। টোটো চালক সহ তিনজন আহত হয়।
ঘটনাটি ঘটেছে বারইপুর থানা অন্তর্গত শংকরপুর এলাকায়। টোটো ড্রাইভার এর বক্তব্য শ্যামপুর থেকে বারুইপুর ৪ জন যাত্রী নিয়ে শংকরপুর আসার পর হঠাৎ একটি ছাগল এসে যায় গাড়ির সামনে। তাকে বাঁচাতে গিয়ে টাল সামলাতে না পেরে রাস্তার মধ্যে টোটো উলটে যায়। ড্রাইভার সহ ৩ জন আহত হয়।স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। আহতদের নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে আসে।
তাদের সঙ্গে সঙ্গে ডাক্তার চিকিৎসা শুরু করে। যে তিন জন আহত হয় তারা হচ্ছে বেবী নস্কর, মিরাজুল, ও নুরজামান।বেবী নস্করের বা হাতে চোট লাগে। মিরাজুলে বা হাতে চোট লাগে এবং নুরজামানের মাথায় চোট লাগে। নুরজামানকে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।আর বেবী ও মিরাজুলকে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেয় চিকিৎসকরা।