ব্লক কৃষক সমিতির মহকুমা শাসকের অফিসে বিক্ষোভ

 



প্রদীপ কুমার সিংহ

সি পি আই এম পার্টির  সারা ভারত কৃষক সমিতির শাখা  বারুইপুরের দু নম্বর ব্লক কৃষক সমিতির পক্ষ থেকে আজ বারুইপুর মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ  সমাবেশ করে।  এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার কৃষক সভার সম্পাদক অলোক মুখার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

এই বিক্ষোভ সমাবেশ শুরু হয় দুটো থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত। মূলত কয়েকটা দাবিতে বিক্ষোভ দেখান । দাবিগুলো হল কৃষি আইন বাতিল করতে হবে, কৃষকদের কাছ থেকে সরাসরি সহায়  মূল্যে ধান কিনতে হবে, পঞ্চায়েত ভিত্তিক ধান ক্রয় কেন্দ্র খুলতে হবে, এ কৃষির সার্থে সেচ নিকাশি ব্যবস্থা উন্নয়ন করতে হয়,কৃষি ঋন মুকুব করতে হবে, ৬০ বছরের উর্ধ্বে সমস্ত কৃষককে কৃষি পেনশন দিতে হবে,  আয়কর বিহীন প্রতি পরিবারকে ৭৫০০ টাকা করে পেনশন চালু করতে  হবে,আয়কর বিহীন প্রতিটি পরিবারকে ১০ কেজি খাদ্যশস্য ও দু কেজি ডাল দিতে হবে। 

জব কার্ড হোল্ডার এর সবাইকে কাজ দিতে হবে। পরে বারুইপুর মহকুমা শাসকের হাতে একটি ডেপুটেশন জমা দেন।মহকুমা শাসক সুমন পোদ্দার বলেন এই ব্যাপারে উর্দ্ধতন কতৃপক্ষের সঙ্গে কথা বলবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন