স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষ্যে হলদিয়া চৈতন্যপুরে নিউ স্টার ক্লাবের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন করা হয় এবং স্থানীয় এলাকায় ১৫০ জন দুঃস্থ ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র প্রদান করা হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার মৎস্য ও প্রাণী কর্মাধক্ষ্য আনন্দময় অধিকারী,স্থানীয় পঞ্চায়েত প্রধান তপন কুমার মান্না,প্রধান শিক্ষক সৌমেন্দু শেখর মিদ্যা,প্রধান শিক্ষকা সুমনা পাহাড়ি,হলদিয়া অভ্যুদয়-এর সম্পাদক প্রণব কুমার বেরা প্রমুখ।
ক্লাবের সম্পাদক গৌতম হাজরা বলেন, "আমরা সারা বছর মানুষের পাশে থাকি,লকডাউনের সময় প্রায় এক হাজার পরিবারের হাতে খাদ্য সামগ্ৰী তুলে দিয়েছি,কোভিড যোদ্ধাদের সম্মান জানিয়েছি,আগামী দিনে আমরা ক্লাবের তরফ থেকে স্থানীয় এলাকার ছেলেমেয়েদের জন্য বিনা খরচে ভলিবল কোচিং প্রশিক্ষণ শিবিরের আয়োজন করবো।এভাবেই আমরা ভবিষ্যতে জনকল্যাণ কাজের চেষ্টা করবো।"