শহীদ মাতঙ্গিনী বি.ডি.ও.অফিসে ডেপুটেশন

 



শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই-১ গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামীণ শাখা খাল সহ মির্জাপুর ও বাঁপুর খালের পূর্ণ সংস্কার, বেআইনি মাছের ভেড়ি তৈরি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ,সেচ ও নিকাশী ব্যবস্থার উন্নয়ন প্রভৃতি ৬ দফা দাবিতে আজ খারুই-১ গ্রাম পঞ্চায়েতের "কৃষি জমি বাঁচাও কমিটি"র পক্ষ থেকে ব্লকের বি.ডি.ও.'র নিকট ডেপুটেশন ও  স্মারকলিপি পেশ করা হয়।

 প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন - কমিটির পক্ষে সুভাষ দে,স্বপন দাস, অমিতাভ বারি,অশোক দাস প্রমূখ। এলাকার কৃষকদের  অভিযোগ, প্রতি বছর বর্ষায় এলাকার ধান-সব্জী-মাছ সহ রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন