হলদিয়া রামপুর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়-এর উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়।এদিন সকালে স্বামীজীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে মূল অনুষ্ঠানের সূচনা হয়।
কলেজের অল্প সংখ্যক ছাত্রছাত্রীদের উপস্থিতিতে স্বামীজীর ১৫৯ তম জন্মজয়ন্তী পালন করা হয় এবং পরিবেশ বিষয়ক দুটি সেমিনার অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন রামপুর মিশন মহাবিদ্যালয়ের প্রধান অধ্যাপক ডঃ মানবেন্দ্র সাহু,পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক সৌরভ চক্রবর্তী,বিখ্যাত আবহবিদ্ অশোক হাজরা,প্রাক্তন অধ্যাপক প্রভাস সামন্ত প্রমুখ।