কম্বল তুলে দিল অনন্ত সেবা ফাউন্ডেশন



        

  ইন্দ্রজিৎ আইচ


সম্প্রতি নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গোসাবাতে  শীতের কষ্ট থেকে বাঁচাতে কম্বল তুলে দেয় অনন্ত সেবা ফাউন্ডেশন। কলকাতার একটি হাসপাতালের মেডিকেল টিম ৬০ জন গ্রামবাসীকে বিনামূল্যে চিকিৎসা ও   ওষুধ দেওয়ার  ব্যবস্থা করেন। এর ই মাঝে

 ম্যাগমা 'এম - স্কলার ' দেরকে সাহায্য করে। মেধা তালিকায় ছেলেদের কে ছাপিয়ে গেছে মেয়েরা। প্রতি বছরের মতো ২০২০ তে ও এই ম্যাগমা ফিনকর্প লিমিটেড আর্থিক ভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের 'এম - স্কলার' প্রদান করেছে ২০১৫ সাল থেকে ।এই অসাধারণ কাজ করে চলেছে এই সংস্থা । ক' বছরে প্রায় ৫০০ জন ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষার জন্য আর্থিক সাহায্য করেছে।

ম্যাগমা ফিনকর্প লিমিটেডের সি এস আর কৌশিক সিনহা বলেন, গরিব পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিকভাবে  সাহায্য করার জন্য তৈরি এই প্রজেক্ট -এর মাধ্যমে নিজেদের উদ্দেশ্য ছোট স্বপ্নে বিনিয়োগের ধারাকে অব্যাহত রেখেছে। এই স্কলারের প্রধান উদ্দেশ্য হলো ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন