জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তরুণ মাইতি

 



পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান নিযুক্ত হলেন পানিপারুল মুক্তেশ্বর হাইস্কুলের প্রধান শিক্ষক তরুণ মাইতি। বৃহস্পতিবার রাজ্য শিক্ষা দপ্তরের নিয়োগ পত্র পেয়েছেন তরুণ মাইতি। তরুণ মাইতি এর আগে  উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সংসদের পূর্ব মেদিনীপুর জেলা পরীক্ষা নিয়ামক কমিটির আহ্বায়ক হিসাবে যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেছেন। 

তরুণ বাবু ইতিপূর্বে বাসুদেবপুর হরিপ্রিয়া ইন্সটিটিউশনের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন।বিশিষ্ট শিক্ষাবিদ ও দক্ষ প্রশাসক হিসাবে জেলায় সুনাম রয়েছে।

 তরুণ মাইতির  মতো স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন প্রধান শিক্ষক পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন প্রধান শিক্ষক ও প্রাক্তন সহকারী সভাধিপতি তথা জেলা তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর মামুদ হোসেন, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলী র অন্যতম সদস্য সুপ্রকাশ গিরি প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন