গলায় দড়ি দিয়ে আত্মঘাতী




প্রদীপ কুমার সিংহ 

গলায় দড়ি দিয়ে আত্মঘাতী করলোএক ব্যক্তি। ব্যক্তির নাম সুজিত বিশ্বাস(৪০)। ঘটনাটি ঘটেছে বারুইপুর অন্তর্গত চম্পাহাটি  কালিকাপুর স্টেশনের কাজে। সুজিত বিশ্বাস আসল বাড়ি ক্যানিং থানার মিঠা খালি গ্রামে। কালিকাপুর স্টেশনের কাছে একটা সেলুনে দোকানে কাজ করতো। 

সুজিত বাবু বিবাহিত একটি  ছয় বছরের  পুত্র আছে। পারিবারিক সূত্রে খবর গতকাল   রাতে কালিকাপুরে যে ভাড়া বাড়িতে থাকতেন সেখানেই একটি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে  গলায় দড়ি দিয়ে  তিনি আত্মঘাতী হন।স্থানীয়  মানুষরা আজ সকালে বারুইপুর মহাকুমা হাসপাতালে নিয়ে আসে। 

বারুইপুর থানা খবর দিলে পুলিশ খবর পেয়ে বারুইপুর মহকুমা হাসপাতলে থেকে সুজিত বাবুর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ এ ব্যাপারে তদন্ত করে দেখবে কি কারনে মারা গেলেন সুজিত বাবু।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন