করোনা অতিমারি মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। "সোস্যাল" থেকে ও দূরত্ব বজায় রাখা তার অন্যতম উদাহরণ।শিক্ষা থেকে বিনোদন সবটাই ইন্টারনেটে। তাই শিল্প ও সংস্কৃতি ও বেছে নিয়েছে ইন্টারনেট কে। স্বানামধন্যা চিত্রকর সৌমিতা সাহার একক প্রর্দশনী আয়োজিত হতে চলেছে অনলাইন। সম্প্রতি আমেরিকার পোর্ট ল্যান্ডের আর্ট মিউজিয়াম অন্তর্ভুক্ত আর্টরীচ গ্যালারিতে প্রর্দশিত হয়েছে সৌমিতার আঁকা ছবি, চারুকলা জগতে দেশ
বিদেশের বিভিন্ন ক্ষেত্রে অপরিসীম প্রসংসিত সৌমিতার আঁকা ছবি। বাংলা তথা ভারতের বেশ কিছু নামি গায়ক ও ব্যান্ড অনলাইন কনসার্ট আয়োজন করেছেন। বাংলার চিত্রকর দের মধ্যে সৌমিতা এই প্রথম চালু করতে চলেছেন অনলাইন প্রর্দশনী রীতি। সৌমিতার একক চিত্র প্রদর্শনী Imagining Neverland লাইভ আয়োজিত হতে চলেছে ৮ই জানুয়ারী ২০২১ থেকে।
এই বিষয়ে শিল্পী বলেন " আমার নিজের জেনারেশন কে ভীষণভাবে কাহিনীর থেকে অর্জিত অভিজ্ঞতার উপর নির্ভরশীল মনে হত। Freedom struggle to Famine আমরা শুনেছি, এই অতিমারি আমাদের তে experience দিয়েছে তাতে অনেক কিছু শিখেছি আমরা। Ott তে সিনেমা থেকে চিত্রপ্রদর্শনী সব আয়োজিত হওয়া সম্ভব। এই প্রচেষ্টাকে সাফল্য মন্ডিত করে তুলতে সকলকে পাশে চাই"