মৎস্যজীবিদের উন্নয়ন নিয়ে হরিপুর মৎস্য খটিতে সভা

 



আমফান এবং ইয়াশ ঝড়ের পরে পূর্ব মেদিনীপুর জেলার সব মৎস্যখটি ক্ষতিগ্রস্থ হয়েছে।বাদ যায়নি হরিপুর মৎস্য খটিও।এবার তার উন্নয়নে উদ্যোগী হল রাজ্য সরকার।


বৃহস্পতিবার কাঁথি ১ ব্লকের অন্তর্গত হরিপুর মৎস্য খটির উন্নয়নী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন  পূর্বমেদিনীপুর জেলার মৎস্য দফতরের আধিকারীক তথা এডিএফ মেরিন জয়ন্ত কুমার প্রধান, কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির সভাপতি আমিন সোহেল,সম্পাদক লক্ষীনারায়ণ জানা , সহ সম্পাদক শেখ আজিজুল আলি, খটির সভাপতি বকুল বর, সম্পাদক হরি বর।


আমিন সোহেল জানিয়েছেন খটি গুলির উন্নয়ন করে গরীব মৎস্যজীবিদের আর্থিক বিকাশ ঘটাতে উদ্যোগ নেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন