রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি অনুযায়ী তৃতীয় দফায় 'দুয়ারে সরকার' কর্মসূচি অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুরের এগরায়।
শনিবার জেলার এগরা-২ ব্লকের সর্বোদয়। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্থানীয় পঞ্চায়েত কার্যালয়ে আয়োজিত হয় 'দুয়ারে সরকার' কর্মসূচি। এ দিন স্থানীয় গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েক হাজার মানুষ স্বাস্থ্যসাথী, বার্ধক্যভাতা, কন্যাশ্রী- সহ একাধিক প্রকল্পে আবেদন জমা করেন।
উপস্থিত ছিলেন সর্বোদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্নপূর্ণা মাইতি, উপ-প্রধান পূর্ণেন্দু শেখর দাস, ব্লকের কর্মাধ্যক্ষ শ্রাবন্তী দাস, স্থানীয় পঞ্চায়েত সদস্য রাধাকৃষ্ণ সাউ, সঞ্চালক নন্দদুলাল দাস, রতন শীট, প্রদীপ কুমার দাস প্রমুখ।