বেহাল কাঠের পুল সংস্কারের দাবি



 


পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের মগরাখালের উপর গোটসাউড়ী - উত্তর দুরমুঠ ও উত্তর দুরমুঠ কুমোরপাড়ার দুটি কাঠের সেতু জরাজীর্ণ, নড়বড়ে ও চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। গোটসাউড়ীর  ভগ্নপ্রায় সেতু পারাপার করতে গিয়ে পথচারীদের প্রায়শই দুর্ঘটনার শিকার হতে হয়।

অভিযোগ  একসময় কাঁথিবাসী সেচ মন্ত্রী হওয়া সত্বেও এইসব কাঠের সেতু মেরামতী ও কংক্রিট করণের কোন উদ্যোগ নেওয়া হয়নি।জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন কাঁথি সেচ দপ্তরের নির্বাহী বাস্তুকার দপ্তরে দরবার করেন। 

প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন রাজ্য সরকারের মুখ্য সচিব কে ই-মেইল বার্তা পাঠিয়ে গোটসাউড়ী ও উত্তর দুরমুঠ কুমোরপাড়ার কাঠের সেতু মেরামতী ও কংক্রিট করণের দাবী জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন