ধানের সরকারি সহায়ক মূল্য অন্তত আড়াই হাজার টাকা করা, প্রতি গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প করে ধান ক্রয়, ধান ক্রয়ের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের দলবাজি বন্ধ প্রভৃতি দাবিতে অল ইন্ডিয়া কিষান ও ক্ষেতমজদুর সংগঠন(এ.আই.কে.কে.এম.এস.)'র পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে আজ জেলার খাদ্য দপ্তরের নিয়ামক সৈকত চক্রবর্তীকে ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়।
প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সভাপতি বিবেক রায়, প্রবীর প্রধান, সোমনাথ ভৌমিক প্রমূখ। খাদ্য নিয়ামক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে সংগঠন সূত্রে জানা গেছে।