বেসরকারি বাসে বাড়তি ভাড়া নেওয়া অবিলম্বে বন্ধের দাবিতে আজ পরিবহন যাত্রী কমিটি, পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলাশাসক ও আর.টি.ও.'র সচিবের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হয়।
প্রতিনিধি দলে ছিলেন কমিটির পক্ষে তপন ভৌমিক, নারায়ণ চন্দ্র নায়ক, অশোক মাইতি প্রমুখ।
নারায়ন বাবু অভিযোগ করেন, আনলক পরিস্থিতিতে যখন বাসে যাত্রী সংখ্যা কম ছিল, সেই সময় বেসরকারি বাসের মালিকরা ন্যূনতম ১০ টাকা ও দূরত্বের ক্ষেত্রে অনেক অতিরিক্ত ভাড়া নিয়েছিল। কিন্তু তারপর ট্রেন চলার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনো সেই বর্ধিত ভাড়া নেওয়া হচ্ছে। অবিলম্বে বর্ধিত ভাড়া নেওয়া বন্ধ না করা হলে যাত্রীসাধারণ বৃহত্তম আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে উনি জানান।
অতিরিক্ত জেলা শাসক(সাধারণ) সৌর মন্ডল স্মারকলিপি গ্রহন করেন ও এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আর.টি.ও.'কে নির্দেশ দেন।