ঘাটাল পাঁশকুড়া বেহাল রাস্তা সংস্কারের দাবী


 

বেহাল ঘাটাল পাঁশকুড়া রাস্তার মেছোগ্রাম থেকে খুকুড়দহ পর্যন্ত অংশটি অবিলম্বে যান চলাচল ও যাতায়াতের উপযোগী করার দাবিতে আজ পরিবহন যাত্রী কমিটির পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে পূর্ত দপ্তর একজিকিউটিভ ইঞ্জিনিয়ার ও এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এর নিকট স্মারকলিপি পেশ করা হয়। 

প্রতিনিধি দলে ছিলেন কমিটির পক্ষে নারায়ণ চন্দ্র নায়ক, সুনীল জানা, চন্ডী সামন্ত প্রমূখ। প্রসঙ্গত উল্লেখ্য রেল লাইন বিহীন ঘাটাল মহকুমার একমাত্র যাতায়াতের মাধ্যম ঘাটাল - পাঁশকুড়া (এস.এইচ.- ৪) রাজ্য সড়ক। সড়কটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে।

 সম্প্রতি পূর্ত দফতরের পক্ষ থেকে রাস্তাটি চওড়াকরণ সহ সংস্কারের জন্য একটি বড় প্রকল্প মঞ্জুর করা হয়েছে। যা শুরু করতে এবং শেষ করতে সময় লাগবে। 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন