রামনগরে পিঠে-পুলি উৎসবের সমাপ্তি

 


পূর্ব মেদিনীপুর জেলার রামনগর-১ ব্লকের বাধিয়া অঞ্চলের মীরগোদা মৃত্যুঞ্জয় বানীপীঠ মাঠে বাধিয়া গ্রামপঞ্চায়েত ও মাতঙ্গিনী সংঘের যৌথ উদ্যোগে দুদিন ধরে পিঠে-পুলি উৎসবের সমাপ্তি দিবসের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন সহকারী শিক্ষক সুবিমল চন্দ্র রাণা।বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, জেলা যুব নেতৃত্ব ও বিশিষ্ট সমাজসেবী সুপ্রকাশ গিরি, প্রাক্তন শিক্ষক কালীপদ পণ্ডা,বিশিষ্ট সমাজসেবী আবদুল খালেক কাজী,গ্রাম প্রধান আসমিনা বিবি, রেনুকা  মাইতি, শান্তিলতা দাস অধিকারী, আদিত্য দেব রাণা প্রমুখ ব্যক্তিবর্গ।

সভায় রাজ্য ছাত্র যুব উৎসবে প্রথম স্হানাধিকারিনী ঐশী রায় কে সম্বর্ধিত করপন সুপ্রকাশ গিরি। প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন তাঁর বক্তব্যে বাঙালীর পৌষপার্বণ ও পিঠেপুলি উৎসবের চিরন্তন সংস্কৃতি কে মজবুত করার আয়োজকদের মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসব-আনন্দের পরিবেশে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান মামুদ হোসেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন