বিশ্ব এইডস দিবস এ সেন্টেনিয়াল লায়ন্স ক্লাব ও কাঁথি দুর্বার মহিলা সমন্বয় কমিটি র সহায়তায় কাঁথির নিষিদ্ধ পল্লিতে এইডস সম্পর্কে সচেতনতা শিবির এর আয়োজন করে ।
ডা: অরূপ জানা এইডস সচেতনতা বিষয়ে বক্তব্য রাখেন । সেই সঙ্গে কোভিড-১৯ এর বিষয়ে ও সচেতন করা হয় । বক্তব্য রাখেন ডা: শক্তিপদ শিট ।
এই শিবিরে প্রায় ১৫০ জনের হেলথ চেক আপ করা হয় ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় । লায়ন্স এর পক্ষে উপস্থিত ছিলেন জোন চেয়ারপারসন ইন্দ্রজিৎ জানা ও ক্লাব সভানেত্রী আগমনী সিনহা , প্রাক্তন সভানেত্রী অতসী মণ্ডল , সহ সভানেত্রী মৌসুমী জানা , সদস্যা সোমা জানা , সোনালী লালা, পাপড়ি মল্লিক ও মিনতি পাহাড়ী ।