জাতীয় যোগাসনে স্বর্ণ পদক জয়ী নীলপর্না নন্দ কে বীরাঙ্গনা সম্মানে সম্মানিত করলো রাজ্য শিশু সুরক্ষা আয়োগ। আন্তর্জাতিক শিশু অধিকার দিবসে কলকাতার রবীন্দ্রসদন এ আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মান জানানো হয় আঠিলাগরি যোগা কালচার এসোসিয়েশনের এই ছাত্রী কে।
পাঁচ বছর বয়স থেকে সে সুকুমার প্রধানের কাছে যোগাসনের তালিম নিচ্ছে। রাজ্য সরকারের এই উদ্যোগে র প্রশংসা করেন যোগা সংগঠনের মুখ্য প্রশিক্ষক সুকুমার প্রধান ,অভিনন্দন জানিয়েছেন সম্পাদক রঞ্জন জানা সভাপতি গৌর হরি গিরি সহ অন্যান্য প্রশিক্ষক গণ। নীলপর্না কাঁথি চন্দ্রা মনি ব্রহ্ম বালিকা বিদ্যালয়ের ছাত্রী।চলতি বছরের জানুয়ারি মাসে মধ্য প্রদেশের উজ্জ্ব্যিনি তে অনুষ্ঠিত জাতীয় যোগাসন চ্যাম্পিয়ন শিপে অংশ গ্রহণ করে সোনার মেডেল জিতেছিল নীল পর্ণা।
এদিন রবীন্দ্র সদনে তার হাতে সম্মান পুরস্কার তুলে দেন রাজ্য শিশু সুরক্ষা আয়োগের সচিব সুদীপ্তা চ্যাটার্জী, অন্যান্য দের মধ্যে ছিলেন শিশু সুরক্ষা আয়গের চেয়ার পার্সন অনন্যা চক্রব্ত্তী,অভিনেত্রী জুন মালিয়া ,ভূমি ব্যান্ডের সুরজিৎ প্রমুখ