পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানা পুলিশের উদ্যোগে আজ মেছোগ্রাম -কেশাপাট রোডে, নাম্বার প্লেট হীন গাড়ি আটক করে পুলিশ। যে হারে বাইক ছিনতাই এবং চুরি বেড়ে গেছে তা কমানোর লক্ষ্যেই পাঁশকুড়া থানা পুলিশের এই উদ্যোগ।
তাই আজ সকাল দশটা নাগাদ পাঁশকুড়া থানার এএসআই আমিনুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালায় পুলিশ। নাম্বার প্লেট হীন বাইক ধরার পাশাপাশি যারা হেলমেট, লাইসেন্স এবং মাক্স পরছে না তাদেরকেও সতর্ক করা হয়।এছাড়াও যাদের নাম্বার রেজিস্ট্রেশন হয়ে গেছে , কিন্তু নাম্বার হাতে পাননি,তাদের বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে নাম্বার দেখালে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে।
পাঁশকুড়া থানা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।