ছট পুজায় দুদিন ছুটি:মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ইদ্রিশের

 


ছট পুজা উপলক্ষে ধর্মালম্বী হিন্দুদের প্রীতি শুভেচ্ছা জানিয়েছেন অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের চেয়ারম্যান তথা উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি।

     বিধায়ক ইদ্রিশ আলি, এবার ছট পুজোয় এই রাজ্যে দুদিন ছুটি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়েছেন ।বাউরিয়ার লঞ্চঘাটে প্রায় পঞ্চাশ হাজারের বেশী মানুষের সমাগম হয় ।বিধায়ক ইদ্রিশ আলি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন সেই সঙ্গে সঙ্গে পৌরসভাকে অভিনন্দন জানিয়েছেন ছট পুজা সুষ্ঠ ভাবে পরিচালনা করার জন্য ।

            ছট পুজো উপলক্ষে বাউরিয়ার লঞ্চ ঘাটে তূনমুল কংগ্রেসের তরফ থেকে একটি ক্যাম্প করা হয় ।এখানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি, কেন্দ্রের সভাপতি বেনুকুমার সেন, উলুবেড়িয়া পৌরসভার মুখ্য প্রশাসক অভয় দাস, উলুবেড়িয়া পৌরসভার অন্যতম প্রশাসক আব্বাসউদ্দীন খাঁন, আকবর সেখ, সুরজিত দাস,  উলুবেড়িয়া পৌরসভার কো-অডিনেটর বাদশা মিদ্দে,রঞ্জন ঘোষ,  আতিবর রহমান, সপ্না সেন, আশা চৌধুরী, সালেহা বেগম,মহিলা সভানেত্রী শুক্লা ঘোষ প্রমুখ ।

          

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন