শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট বীট হাউস থানার পুলিশ আধিকারিকদের কোভিড যোদ্ধা ২০২০ সম্মাননা জ্ঞাপন করলো কোলাঘাট সামাজিক সেবা সমিতির পক্ষ থেকে।
এদিন কোলাঘাট বীট হাউস থানার আই সি সমর মিশ্র সহ থানার সমস্ত আধিকারিক ও কর্মীদের এই সম্মাননা তুলে দেওয়া হয় সামাজিক সেবা সমিতির পক্ষ থেকে।এদিন স্মরক দিয়ে সম্মাননা তুলে দেন সংস্থার সম্পাদক সমাজসেবী আবেদার মল্লিক।