আগামী ২৬ নভেম্বর বামেদের ডাকা সাধারণ ধর্মঘটে হোসিয়ারি শ্রমিকরাও সামিল হবেন।তাই রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের দেউলিয়ায় ধর্মঘটের সমর্থনে মিছিল ও পথসভা।
উল্লেখ্য আগামী ২৬ নভেম্বর এ.আই.ইউ.টি.ইউ.সি. সহ দশটি ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের ডাকে দেশ জুড়ে সাধারণ ধর্মঘট ।সেই ধর্মঘটে সামিল হবেন হোসিয়ারী শ্রমিকেরাও। ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে আজ বিকালে দেউলিয়া বাজারে ধর্মঘটের সমর্থনে মিছিল ও পথসভা হয়।
সভায় ইউনিয়নের জেলা সভাপতি মধুসূদন বেরা বলেন, করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে কেন্দ্রীয় সরকার শ্রম আইন সংশোধন করে সর্বস্তরের শ্রমিক সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এর বিরুদ্ধে সর্বস্তরের জনসাধারণকে সাধারণ ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানান মধুসূদনবাবু।
ধর্মঘটের সমর্থনে এসইউসিআই দলের বিভিন্ন শাখা সংগঠন গুলির পক্ষ থেকে আজ খুকুড়দহ বাজারেও প্রচার সভা হয়।