এক গুচ্ছ দাবিতে এগরায় এলআইসি অফিসে বিক্ষোভ




 পূর্ব মেদিনীপুর এগরায় এলআইসির স্থানীয় শাখাতে কয়েক দফা দাবিতে বিক্ষোভ দেখালো এজেন্টরা।একই সাথে এই দাবি গুলি পুরনের দাবিতে ডেপুটেশন ও এক দিনের পরিষেবা গ্রহণ বিরতীর কর্মসূচী পালন করলো এলআইসি এজেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার এগরা শাখার সদস্যরা। 

আন্দোলনকারিদের অভিযোগ এগরা শাখা অফিসে সিসি ক্যামেরা সহ গাড়ি পার্কিং না থাকার কারনে নানান সমস্যা হচ্ছে।এর মধ্যে অন্যতম রাস্তায় যানজটের সৃষ্টি হয়,দুর্ঘটনা প্রতি দিন লেগেই আছে, মোটর বাইক চুরির প্রবনতা বাড়ছে।অভিযোগ এই নিয়ে বহুবার কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহনের জন্যে আবেদন জানালেও কোন লাভ হয়নি।এলআইসির এগরা শাখার এজেন্টরা ক্ষোভ উগরে বলেন অফিস কর্মীরাও ঠিকমতো পরিষেবা দিতে পারে না।এর জেরে গ্রাহকেরা ক্ষুব্ধ।আর এর প্রতিবাদ করায় বহু এজেন্টকে অফিসে প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হয়।

 এই অবস্থায় এজেন্টরা দাবি করছেন অবিলম্বে ঘিঞ্জি জায়গায় চলা এই অফিস দ্রুত  অন্যত্র  সরানোর।বিক্ষোভকারি সংস্থার এজেন্টরা আরো বলেন অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলন করবেন তাঁরা। হুঁশিয়ারি দেন দাবি পুরন না হওয়া অবধি তাঁরা মাঝে মধ্যেই আন্দোলন চালিয়ে যাবেন


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন