গত কয়েক মাস ধরে মারন ভাইরাস এর আবহ সারা পৃথিবী জুড়ে আতংকের পরিবেশ ।তাই বুধবার পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর নতুন দিঘার উম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বুধবার আয়োজিত হল বিশ্ব শান্তি মহাযজ্ঞ অনুষ্ঠান।
অ্যাসোসিয়েশনের সম্পাদিকা ভাস্বতী শৌন্ড জানিয়েছেন বৈদিক রীতিনীতি মেনে এই যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হবে। শুরু হয়েছে সকাল ১০ টা থেকে, সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই যজ্ঞ অনুষ্ঠান চলবে। করোনা মহামারীর হাত থেকে বিশ্বকে বাঁচাতে উম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা এই আয়োজন করেছেন।