শীত পড়তেই মশার প্রকোপ বাড়চ্ছে।এই অবস্থায় কয়েকটি দু:স্থ পরিবার রাজদূত ব্যায়ামাগারের কাছে মশারির জন্যে আবেদন জানিয়েছিলো।আবেদন মত সেই পরিবার গুলির হাতে মশারি উপহার হিসাবে তুলে দিলো ব্যায়ামাগার।
রাজদূত ব্যায়ামাগারের কোষাধ্যক্ষ রাজনন্দিনী নন্দ মিশ্র জানিয়েছেন বিগত ৫৩ বছরের প্রথা মেনে এবারেও ভ্রাতৃ দ্বিতীয়ার দিনে কাঁথির বিভিন্ন প্রান্তের শতাধিক দু:স্থ মানুষের হাতে কম্বল,চাদর,মশারি, শাড়ি,ধুতি, লুঙ্গি প্রমুখ সামগ্রী উপহার হিসাবে তুলে দেওয়া হয় ।রাজন্দিনী দেবী জানিয়েছেন পুজা শেষে আরো কয়েকটি দু:স্থ পরিবার আবেদন জানিয়েছিলো মশারির।শীত পড়ার সাথে সাথে মশার প্রকোপ বাড়ার কারনে তাঁরা এই আবেদন জানিয়েছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় কাঁথির ক্যানেলপাড়ে ব্যায়ামাগারে ডেকে এই পরিবার গুলির হাতে মশারি গুলি তুলে দেওয়া হয় ।তুলে দেন ব্যায়ামাগারের সভাপতি ডা: শ্রীমন্ত বানিয়া ও সহ সভাপতি আইনজীবি রামকৃষ্ণ পন্ডা।