পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির লায়ন্স ক্লাব অফ কন্টাই দেশপ্রাণ ক্লাব এর উদ্যোগে ডিঙ্গলবেড়িয়া স্ট্যান্ডে বুধবার রক্তের সুগার নির্ণয় শিবির অনুষ্ঠিত হয় ।
এই অনুষ্ঠান মঞ্চ থেকে মারন ভাইরাস করোনা এর বিষয়ে মানুষকে সচেতন করা হয়। একই সাথে করোনা প্রতিরোধে একশোরও বেশি মানুষের হাতে মাস্ক তুলে দেওয়া হয় ।
লায়ন্স ক্লাব অব কন্টাই দেশপ্রাণ এর পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল বৃহস্পতিবারও ডিঙ্গলবেড়িয়া বাসস্ট্যান্ডে রক্তের সুগার নির্ণয় শিবির ও মাস্ক বিতরণ করা হবে