মুখ্যমন্ত্রীর নিকট প্রাথমিকে ক্লাস চালু করবার দাবি



বুধবার বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির মুখ্যমন্ত্রীর কাছে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চালু করবার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। 

রাজ্যে পঠন-পাঠন শুরুর ব্যাপারে মাধ্যমিক থেকে কলেজ- বিশ্ববিদ্যালয় স্তর নিয়ে আলোচনা হলেও প্রাথমিকের ব্যাপারে কিছুই হয়নি।প্রাথমিক বিদ্যালয়গুলি কয়েকটি পাড়ার মধ্যে অবস্হিত। মিড-ডে মিলের খাদ্য সামগ্রী বিতরণের সময় অভিভাবকদের সঙ্গে বেশিরভাগ ছাত্র-ছাত্রীরাই আসে এবং অভিভাবকগণ ক্লাস শুরু করবার আবেদন করেন। উল্লেখ্য যে কয়েকদিন শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন যে কালীপূজোর পর মুখ্যমন্ত্রী  ক্লাস শুরু করবার ব্যাপারে মতামত দেবেন।

 এক প্রেস বিবৃতিতে সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা শিক্ষক সংগঠনগুলির সঙ্গে আলোচনা করে অভিভাবকদের সহযোগিতা নিয়ে প্রাথমিকে ক্লাস শুরুর বন্দোবস্ত করবার দাবি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন