১১ বছর পর পূর্ব মেদিনীপুরের খেজুরী ২ ব্লকে আজ ১৮ ই নভেম্বর লালঝান্ডা হাতে নিয়ে ,তপশিল জাতি, উপজাতি,মুসলিম সম্প্রদাযের বহু মহিলা পুরুষ ব্লক অফিসে ডেপুটেশনে যোগ দেন।
সিপিআইএমর জনকা সুকুমার সেনগুপ্ত ভবনের সম্মুখ থেকে জনকা বাজার,জনকা থানা হয়ে মিছিল ব্লক অফিসে যায়।বিরাট পুলিশ বাহিনী ঘিরে রাখে পুরো এলাকা।৩ জনের প্রতিনিধি বিডিওর কাছে দাবি সনদ নিয়ে আলোচনা করেন। বাকি উপস্থিত ডেপুটেশনে আসা মানুষজনের সামনে হিমাংশু দাস বক্তব্য রাখেন ।
আজকের মিছিল ডেপুটেশনে যোগ দেন প্রতিমা মন্ডল, মৃন্ময় মাইতি, অতুল্য উকিল, স্বদেশ মাইতি, উৎপল দত্ত, নরেন দাস, বিপদভঞ্জন দাস, বিশ্বজিৎ দিন্দা, শেখ মহরম, প্রদীপ মণ্ডল ,কৃষ্ণেন্দু দাস, উত্তম দোলুই, সাগরিকা দোলুই , আইনাজা বিবি প্রমূখ নেতৃত্ব।