জাতীয় সড়কে গাড়ী পাল্টি খেয়ে যুবতীর মৃত্যু

 


মঙ্গলবার সকাল ৮ টা নাগাদ পূর্ব মেদিনীপুর কোলাঘাট থানার বড়দাবাড় গ্রামে ৬ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনায় মৃত্যু হল  বছর কুড়ির এক মহিলার।জানাভগেছে সকাল ৮.১৫ নাগাদ একটি প্রাইভেট কার ব্যপক গতিতে খড়গপুরের দিক থেকে হাওড়ার দিকে যাচ্ছিলো।

সেই সময় নিয়ন্ত্রন হারিয়ে প্রাইভেট কারটি রাস্তার অপরপ্রান্তে এসে কয়েক বার পাল্টি খায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর কুড়ির এক মহিলার।তবে সঠিক পরিচয় পাওয়া না গেলেও,ডাইরি দেখে অনুমান করা হচ্ছে মৃতার নাম সুস্মিতা পাড়ুই। এই ঘটনায় গাড়ির চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে, চিকিৎস্যার জন্যে  পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।

চালকের অবস্থা রীতিমতো আশঙ্কাজনক।এই ঘটনায় দীর্ঘক্ষন জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে থাকে ।এরপর কোলাঘাট থানার পুলিশ গিয়ে অবস্থার নিয়ন্ত্রনে আনে।মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন