জাতীয় সড়কে পর্যটক ও যাত্রীবাহি বাসের সংঘর্ষ

 



পূর্ব মেদিনীপুর জেলার দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের যাত্রীবাহী বাস ও পর্যটকের গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলো রবিবার সকালে।এই দুর্ঘটনার কবলে পড়ে আহত হলেন পাঁচ যাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১০ টা নাগাট দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের হেঁড়িয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।

জানা গেছে, কলকাতা থেকে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে দিঘা থেকে কলকাতা গামী পর্যটক গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটো গাড়ি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার ফলে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।এর ফলে ব্যাপক যানজট তৈরি হয়। 

এই দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে হেঁড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হেঁড়িয়া প্রাথমিক কেন্দ্রে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন