ইমাম ও মোয়াজ্জেমদের সন্মাননা প্রদান

 


পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বাথানবেড়িয়া গ্রামে আজ  পূর্ব পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রের ইমাম ও মোয়াজ্জেমদের সন্মাননা প্রদান করা হয়। এলাকার সমাজসেবী আবিদার মল্লিক ও কোলাঘাট সামাজিক সেবা সমিতির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। 

এই দিন  পূর্ব পাঁশকুড়া বিফহানসভা কেন্দ্রের প্রতিটি ইমাম ও মোয়াজ্জেমদের হাতে একটি করে স্মারক ও ফুলের তোড়া দিয়ে সম্মাননা জ্ঞাপন  করা হয়।এছাড়াও কোলাঘাট বীট হাউস থানার পুলিশ আধিকারিক সেক জাভেদ আলিকে কোভিড যোদ্ধা সম্মাননা দেওয়া হয় কোলাঘাট সামাজিক সেবা সমিতির পক্ষ থেকে।

এদিন প্রায় ৭০ জন ইমাম ও মোয়াজ্জেমদের এই সম্মাননা দেওয়া হয়

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন