চাকুরী স্থায়ী করনের দাবিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি

 


পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩নং ব্লকের খড়িপুকুরিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মঙ্গলবার দুপুরে  চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রতীকি কর্মবিরতি পালন করেন।

 জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মরত স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা বিভিন্ন দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ ও কর্মবিরতি করেন। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনস্থ সমস্ত কর্মীদের স্থায়িকরণ, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনস্থ কর্মীদের চাকরির নিশ্চয়তা এছাড়া বেতন কাঠামো পুনর্বিন্যাসের সরকারি নির্দেশনামা প্রকাশের দাবি।

 এই সমস্ত দাবি নিয়ে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রায় ২ঘন্টা অবস্থান বিক্ষোভ ও কর্মবিরতি করেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। সবশেষে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে স্বারকলিপি জমা দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন