পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘা রাজ্যের একটি অন্যতম গুরুত্বপূর্ন এলাকা।তবু এখানে সাংবাদিকদের কোন সংগঠন ছিলোনা।সেই ঘাটতি মেটাতে গড়ে উঠলো দীঘা প্রেস ক্লাব । আজ থেকে দীঘা প্রেস ক্লাবের পথ চলা শুরু হলো।
সেই উপোলক্ষ্যে এদিন নতুন দিঘা সৈকতে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে পর্যটকদের মাস্ক ব্যবহার কেন প্রয়োজন সেই বিষয়ে ওয়াকিবহাল করা হয় । এর পাশাপাশি মাস্ক বিহীন পর্যটকের হাতে মাস্ক তুলে দিলেন প্রেস ক্লাবের সদস্যরা।
Welcome Digha Press club.Most welcome.Hearty congratulation from Sudarsan Panda ,Editor,ANKUSH.
উত্তরমুছুন