পূর্ব মেদিনীপুর জেলার সদর হসপিটাল তিন ঘন্টা বিদ্যুৎহীন !

 



আবারও পূর্ব মেদিনীপুর জেলার সদর হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাটের শিকার হলেন রোগীরা। গোটা হসপিটাল চত্বর প্রায় 3 ঘন্টা বিদ্যুৎ  না থাকার অভিযোগ তুলেন রোগীর আত্মীয় পরিজন । পূর্ব মেদিনীপুর জেলার হসপিটালে বিদ্যুৎ বিভ্রান্তির  খবর ছড়ানোর পড়ে রোগীর পরিবার বিক্ষোভে ফেটে পড়ে। 

। তবে কী কারণে এই বিদ্যুৎ বিভ্রান্ত এখনো কর্তৃপক্ষ খোলসা করে জানান নি। তবে রোগীর আত্মীয় পরিজন অভিযোগ তোলেন যে হাসপাতাল কর্তৃপক্ষ কোন আলোর ব্যবস্থা করেননি। নিজেরাই মোমবাতি জ্বালিয়ে আলোর সংগ্রহ করেন। 

গরমের মধ্যে নিজেরাই হাতপাখার  রোগীদের বাতাস করেন রোগীর পরিবারের আত্মীয়-পরিজনের। হসপিটালে বিদ্যুৎ বিভ্রান্তির পরে অনেক রোগীরা অসুস্থ হয়ে পড়েন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন