রবিবার ছিলো ওল্ড পার্সন ডে।সেই উপলক্ষ্যে কাঁথি লায়েনেস ক্লাবের পক্ষ থেকে দুজন দু:স্থ বৃদ্ধাকে সম্বর্ধিত করা হল । এনাদের হাতে পুষ্প স্তবক ও বস্ত্র উপহার দিয়ে সম্বোর্ধনা জানানো হয়।
উপস্থিত ছিলেন লায়েনেস সভানেত্রী মীরা চক্রবর্ত্তী, কোষাধ্যক্ষ কেকা হাটুয়া, ছন্দা সিনহা,চন্দ্রমনি দাস,সুমিতা দাস,সরস্বতী চক্রবর্ত্তী, সঞ্চিতা মঙ্গল, উপদেষ্টা লায়ন ডঃ সুব্রত প্রধান প্রমুখ।