প্রদীপ কুমার সিংহ
গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানা পুলিশ আজ সন্ধ্যস্য অভিযান চালিয়ে তিন দাগি চোরকে ধরল।
এদের কাছে পাওয়া গেছে ছিনতাই হওয়া একটা সোনার চেন 'সোনার আংটি 'চারটে কানের দুল ,দুটো নাকছাবি ,৪ পিস রুপোর চেন, সন্তোষ কোম্পানি সাউন্ড সিস্টেম একটা। এছাড়াও চারটে ইলেকট্রিক গ্রাইন্ডার মেশিন, ফাইবারে ডিস পেয়েছে ২৫ পিস, ইলেকট্রিক তার ও দু পিস মোবাইল ফোন।
এদের একজন রাহুল দাস মল্লিকপুরে বাড়ি। খোকন মোল্লার কুমোরহাটে বাড়ি। আর একজনের বাড়ি শাহজাহান সরদার কুমোরহাটে ।
প্রসঙ্গত এদের নামে অনেক থানায় যেমন সোনারপুর ,নরেন্দ্রপুর ,বারুইপুর প্রমুখ থানায় অনেক ক্রিমিনাল কেস আছে। আগামীকাল এই দুষ্কৃতীদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশের খবর অনুযায়ী এদেরকে রিমান্ডে নেওয়া হবে।