সাধারণ ধর্মঘটের সমর্থনে প্রচারাভিযান

 


পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লক ক্ষেতমজুর ইউনিয়নের সরদা অঞ্চল কমিটির আহ্বানে আজ ফুলেশ্বর, দুরমুঠ,গোটসাউড়ী, পাঁচগেছিয়া ,কুঁকড়াউল প্রভৃতি গ্রামে ক্ষেতমজুর ইউনিয়নের সদস্য সংগ্রহ অভিযান ও আগামী ২৬ নভেম্বর কৃষি ও কৃষক সহ শ্রমিক বিরোধী কালাকানুন বাতিল সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সাধারণ ধর্মঘটের সমর্থনে প্রচারাভিযান চালানো হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন গণআন্দোলনের নেতা মামুদ হোসেন, ক্ষেতমজুর ইউনিয়নের ব্লক সম্পাদক সেক নুরুল আলি, সভাপতি সলিলবরণ মান্না, সুতনু মাইতি , গোপাল মাইতি প্রমুখ নেতৃবৃন্দ। গণআন্দোলনের জেলা নেতা মামুদ হোসেন বলেন কেন্দ্রীয় সরকার বিগত ৭০ বছরে গড়ে তোলা সব সরকারী সম্পদ বিক্রয় করতে ব্যস্ত।

আর রাজ্য সরকার বিগত বামফ্রন্ট সরকারের ৩৪ বছরে সৃষ্ট সরকারী সম্পদ কে নীল-সাদা রং চাপিয়ে নিজেদের আমলে করা বলে ঢাকঢোল পেটাতে ব্যস্ত।শিল্প বন্ধ্যা,কৃষি বিপন্ন,ঘৃণা ও বিভেদের রাজনীতি লাগামছাড়া, কর্মসংস্হান স্তব্ধ, অর্থনীতি দেউলিয়া - এসবের বিরুদ্ধে আগামী ২৬  নভেম্বর সারা ভারত জুড়ে সাধারন ধর্মঘট সফল করার আবেদন জানান মামুদ হোসেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন