বাম শিক্ষক নেতা প্রয়াত

 


পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি-৩ ব্লকের বাহিরী বি বি হাইস্কুলে র প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক, মারিশদা গ্রামপঞ্চায়েতে র তিনবারের প্রাক্তন সদস্য, সিপিআইএম, বাহিরী শাখা কমিটির প্রাক্তন সদস্য, এবিটিএ নেতা হরিহর নন্দ(৮১)  দেউলবাড় গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তাঁর প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দলমত নির্বিশেষে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। 

সিপিআইএম, মারিশদা এরিয়া কমিটির সম্পাদক কালীপদ শীট, হিমাংশু পণ্ডা, ভবেশচন্দ্র মন্ডল, হৃষীকেশ নন্দ,রাজনারায়ণ দাস,রূপশ্রী নন্দ,অঞ্জলি জানা প্রমুখ নেতৃবৃন্দ তাঁর মরদেহে রক্তপতাকা সহ পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।সিপিআইএম জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, রাজ্য নেতা হিমাংশু দাস, জেলা নেতা, বাহিরী বি বি হাইস্কুলে র প্রাক্তন প্রধান শিক্ষক ও প্রাক্তন লোকসভা সদস্য প্রশান্ত প্রধান, জেলা নেতা আশীষ প্রামাণিক, প্রাক্তন মন্ত্রী চক্রধর মেইকাপ, বনমালীচট্টা হাইস্কুলে র  প্রাক্তন প্রধান শিক্ষক ও প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, এবিটিএ নেতা দেবকুমার জানা, অশোক বর্মন প্রমুখ নেতৃবৃন্দ প্রয়াত নেতার প্রয়াণে শোকজ্ঞাপন করেন। সেই সাথে পরিবারবর্গ কে সমবেদনা জানান

।সিপিআইএম নেতা তথা প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন তাঁর স্মৃতিচারণায় বলেন হরিহর বাবুর মৃত্যু তে একজন আদর্শ শিক্ষক, মহান শিক্ষাব্রতী,জনপ্রিয় নেতা ও বিশিষ্ট সমাজসেবী কে এলাকার মানুষজন হারালেন। তাঁর মৃত্যুতে শূন্যতা তৈরী হোল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন