হোম দুর্গাপুর ব্যারেজে বিপত্তি byEkhan Sangbad -অক্টোবর ৩১, ২০২০ 0 দুর্গাপুর ব্যারেজে ফের বিপত্তি। আজ পাঁচটা ত্রিশ নাগাদ দুর্গাপুর ব্যারেজের ৩১ নম্বর গেট ভেঙে যাওয়ায় জল হু হু করে বেরিয়ে যাচ্ছে। এর ফলে বাঁকুড়া জেলা জুড়ে পানীয় জল সরবরাহ ব্যহত হবরা আশঙ্কা Facebook Twitter