বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল এক যুবক।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায় খেজুরির শ্যামপুর এলাকায়। পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবক গণেশ মাইতি, তার বাড়ি তালপাটি উপকূল থানার বোগা এলাকায়।
বৃহস্পতিবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে দেন।
জানা গিয়েছে,দিন কয়েক আগে খেজুরি শ্যামপুরে ওই গৃহবধুর বাড়িতে যায় অভিযুক্ত যুবক বলে অভিযোগ। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বোবা গৃহবধূকে ধর্ষণ করে অভিযুক্ত গনেষ বলে অভিযোগ।
২৮ অক্টোবর ধর্ষিতা গৃহবধূ খেজুরি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ তদন্তে নামে খেজুরি থানার পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেফতার করে।