বৃহস্পতিবার ছিলো আন্তর্জাতিক জনসংখ্যা দিবস, সেই উপোলক্ষ্যে সারাদেশের সঙ্গে মিল রেখে লায়ন্স ক্লাব অফ কন্টাই বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করলো । এই কর্মসূচীর অঙ্গ হিসাবে প্রথমে একটি বর্ণাঢ্য র্যালি হয়। পরে পথসভা অনুষ্ঠিত হয়।
এই পথসভায় মা ও শিশুর স্বাস্থ্য, বিশেষ করে টিন এজ প্রেগনেন্সি এবং অল্প বয়সে বিয়ের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন রাজ্য সহ সভাপতি তথা কাঁথি লায়ন্স ক্লাবের সদস্য ডা: অনুতোষ পট্টনায়ক ।এছাড়াও বক্তব্য রাখেন ডা: নন্দিতা পট্টনায়ক,ডা: গৌতম জানা এবং অন্যান্য লায়ন সদস্যরা।
ডা: অনুতোষ পট্টনায়ক সরকারি অন্বেষা ক্লিনিকে উপলব্ধ পরিবার পরিকল্পনার সমস্ত রকম পরিষেবা নিয়ে আলোচনা করেন।
এই কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে অশোক নন্দ, তরুণ কান্তি মহাপাত্র, তপন সাহু, বারিদ বরন মন্ডল, উৎপল কান্তি প্রধান, গোলক বিশ্বাস, শৈবাল কান্তি মাইতি প্রমুখ।
Tags
পশ্চিমবঙ্গ