পূর্ব মেদিনীপুর জেলায় পরিবেশ মেলা শুরু হল তমলুক শহরে।
তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে তমলুক বৈকুন্ঠ সরবর এলাকায় আয়োজন করা হয়েছে ফুল মেলা। মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন তমলুকের পুর প্রধান দীপেন্দ্র নারায়ন রায় , উপ পুরপ্রধান লীনা মাভৈ রায়,প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দ,ও স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা ।
Tags
উৎসব