এক্তারপুর কল্পতরু সংঘের উদ্যোগে এবং বৃক্ষমিত্রা তনুশ্রী কর জানার সহযোগিতায় মাধাখালী খাল পাড়ে সাতটি বটবৃক্ষের চারাগাছ রোপণ করা হলো৷
বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন কবি অজিত কুমার জানা, সমরেশ সুবোধ পড়িয়া, বিমল বেরা, কিংকরপদ জানা, সুদীপ শীল, প্রদীপ জানা, রাহুল শী, নকুল শীল, সুমন পড়িয়া, রামকৃষ্ণ জানা এবং নন্দীগ্রামের টাকাপুরা আদর্শ বিদ্যাপীঠের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী - উমা রানা, শ্রেয়া শাসমল, অঙ্কিতা প্রামাণিক, সুনন্দা রায়, সুপ্রীতি মাইতি, নীলাঞ্জনা মন্ডল, সুতপা মন্ডল, প্রতিভা মাইতি, ঈপ্সিতা জানা, রাজীব মন্ডল, শুভদীপ জানা ও সৌভিক মন্ডল প্রমুখ৷ চারিদিকে সবুজময় হোক, পৃথিবীর দূষণরোধ হোক এই ব্রত নিয়ে সুবোধ সমাজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তনুশ্রী কর জানা ও প্রদীপ জানা৷
Tags
পশ্চিমবঙ্গ