গড়িয়াহাট মির্চ মশালায় শুরু হলো ফুড ফেস্টিভ্যাল

 ইন্দ্রজিৎ আইচ :- গড়িয়াহাট এর কাছে মির্চ মশালা 
রেস্ট্রুরেন্ট আজ আনুষ্ঠানিক ফুট ফেস্টিভ্যাল চালু হলো।তাদের সেই সুস্বাদু খাবার গুলোর মধ্যে অন্যতম হলো কাবাব, তন্দুরি আলু, আফগানি টাংরি, ফিশ মেথি মালাই, টিক্কা উইথ মির্চ মশালা স্পেশাল মকটেল, সর্শ কা শাগ, মকাই কি রটি, চিকেন লাজিজ, গবি পরোঠা, নলেন গুড়ের জিলাবি, গাজর কা হালুয়া সহ আরো অনেক জিভে জল আনা সুস্বাদু খাবার। মির্চ মশালার পক্ষ থেকে এই রেষ্টুরেন্ট এর কর্ণধার জয়িতা দত্ত জানালেন ২০০০ সালে আমাদের এই রেষ্টুরেন্ট চালু হয়েছে। এছাড়া আমাদের চাইনিজ রেস্টুরেন্ট এবং ৬০০০ হাজার স্কোয়ার ফুটের বাঙ্কয়েট আছে। আজ সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা, অভিনেত্রী পায়েল দত্ত, মডেল কস্তুরী হালদার এবং স্নেহা ঘোষাল। এরা সকলেই মির্চ মশালা র এই খাবারের ভুয়সী প্রশংসা করে। আর এই শীতের মরশুমে সামনেই বড় দিন আর নতুন বছর। তাই এই রেষ্টুরেন্ট এর নতুন খাবার সকল খাদ্য রসিক বাঙালীদের মন ভরাবে আশা করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন