ইন্দ্রজিৎ আইচ :- মহালয়া হয়ে গেছে। ইতি মধ্যেই শুরু হয়ে গেছে নানা মণ্ডপে পুজো উদ্বোধন। পঞ্চমীর দিন রাজারহাট ডিরোজিও কলেজ এর কাছে জেন সুইটস এর উদ্যোগে দুর্গাপুজোর উদ্বোধন হয়ে গেলো মহা ধুমধাম করে। আজ ছিলো এই মণ্ডপে তারকার সমাবেশ। পুজোর উদ্বোধন করেন রাজারহাট এর ভাইস চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায়, ৫ নম্বর ওয়ার্ড এর পৌরপিতা পিনাকী নন্দী।
উপস্থিত ছিলেন অভিনেতা রানা বসু ঠাকুর, সন্দীপ ভট্টাচার্য্য, অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়, সমাপ্তি, বিখ্যাত মডেল লোপামুদ্রা মন্ডল সহ আরো অনেকে। এই জেন সুইটস এর কর্ণধার অনুপূর্বা বোস জানালেন আমাদের এই পুজো দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। আমরা পুজোর এই কদিন খুব আনন্দ করবো। আমাদের এই জেন সুইটস এ নানা রকম ধরনের পদ থাকবে ।
Tags
কলকাতা