ইন্দ্রজিৎ আইচ :-দুর্গাপুজো উপলক্ষ্যে কলকাতার ডিসান হসপিটাল সম্প্রতি ২০ জন শিশুকে নিয়ে আয়োজন করল পুজো পরিক্রমার। মনোবিকাশ কেন্দ্রের এই শিশুরা পরিক্রমায় অংশ নিতে পেরে আনন্দিত। খুশি তাদের পরিবারও। এই কেন্দ্রটি বিশেষ যত্নের সঙ্গে শিশুদের পুনর্বাসন নিয়ে কাজ করে। ভিসান এমন একটি উদ্যোগ নেওয়ায় তারাও খুশি। ডিসান হসপিটালের ডিরেক্টর শাওলি দত্তর কথায়, এমন চমৎকার শিশুদের মুখে হাসি আনার সুযোগ পেয়ে আমরাও রোমাঞ্চিত। দুর্গাপুজো মানেই উদযাপন এবং সকলের একত্রিত হওয়ার সময়। আমরা চাইছিলাম, এই শিশুরা অন্যদের মতোই উৎসবে অংশ নিক। এটা আমাদের জন্য এক হৃদয়স্পর্শী অভিজ্ঞতা।
Tags
উৎসব