পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের নেগুয়া ঋষি বঙ্কিম চন্দ্র পাঠশালাতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বদলি রুখতে বিক্ষোভ দেখাল অভিভাবকদের একাংশ। শুক্রবার বেলার দিকে ঘটনা ঘটে । এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়।
এগরা পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অভিজিৎ মন্ডল জানিয়েছেন, বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে জানানো হয়েছে। তবে প্রশাসনের সাহায্য নিয়ে স্কুলের তালাচাবি খুলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। পরবর্তীকালে কোন নির্দেশ এলে তখন খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
নেগুয়া ঋষি বঙ্কিম চন্দ্র পাঠশালার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবির ওঝা'কে সরিয়ে সেখানে প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে অপর্ণা মাইতি সাউকে। কিন্তু নতুন প্রধান শিক্ষিকাকে অভিভাবকেরা স্কুলে মেনে নিতে পারছে না। অভিভাবকদের দাবি, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবির ওঝাকেই রেখে দিতে হবে। পাশাপাশি সিমুলিয়া প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অপর্ণা মাইতি সাউকে নেগুয়া ঋষি বঙ্কিম চন্দ্র পাঠশালাতে নতুন প্রধান শিক্ষক নিয়োগ করা হয়েছে। শুক্রবার নেগুয়া ঋষি বঙ্কিম চন্দ্র পাঠশালার অভিভাবকেরা নবনিযুক্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখান বলে অভিযোগ।
পাশাপাশি স্কুলের দরজা বন্ধ করে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান বলে অভিযোগ। তবে স্কুলের খুদে পড়ুয়ারাও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বদলিকেও কোনভাবেই মেনে নিতে পারছে না। এদিন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবির ওঝা'কে জড়িয়ে ধরে পড়ুয়ারা কান্নায় ভেঙে পড়ল। তবে অভিভাবক ও পড়ুয়ারা জানিয়েছেন, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবির ওঝা পড়ুয়াদের খুবই যত্নে লেখাপড়া সেখান। অন্তর দিয়ে পড়ুয়াদের ভালোবাসেন। তাই তাঁকে বদলি করা যাবে না। সুবিরবাবুও চাননা এ স্কুল ছেড়ে যেতে।
তিনি বলেন, "বর্তমান স্কুলে দীর্ঘদিন থাকার কারণে ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঙ্গে আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। তাই এখানেই থেকে যেতে চাই।
তবে স্কুলের বর্তমান প্রধান শিক্ষক অপর্ণা মাইতি সাউ জানিয়েছেন, আমাকে কেউ না মেনে নিলে আমার কিছু করার নেই। আমি ডিপিএসসি'র চেয়ারম্যানের অর্ডারে এখানে এসেছি। এই বিষয়টি নিয়ে অভিভাবকেরা এগরা পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ও জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।
Tags
পশ্চিমবঙ্গ